এতদ্বারা দক্ষিণপাড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত সকল সদস্য/সদস্যাগণের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আগামী ০৫/১০/২০১৪ ইং রোজ রবিবার সকাল ১০.০০ ঘটিকার সময় দক্ষিণপাড় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক মাসিক সভা আহববান করা হইল। উক্ত তারিখে যথা সময়ে উপস্থিত থাকার জন্য আপনাদেরকে বিশেষ ভাবে অনুরোধ জানানো হইল।
আলোচ্য সূচীঃ
১। গত সভার রেজুলেশন পাঠ ও অনুমোদন।
২। এলজিএসপি ওয়ার্ড কমিটির কাজের অগ্রগতি আলোচনা।
৩। পরিবার পরিকল্পনা অগ্রগতি আলোচনা।
৪। জন্ম ও মৃত্যু নিবন্ধনের অগ্রগতি আলোচনা।
৫। স্যানিটেশনের অগ্রগতি আলোচনা।
৬। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা অগ্রগতি আলোচনা ।
৭। গ্রাম আদালতের বিচার কাযক্রম পরিচালনার অগ্রগতি আলোচনা ।
৮। ট্রান্ডিং কমিটির অগ্রগতি আলোচনা এবং ট্যাক্স এসেসমেন্ট ও ট্যাক্স আদায় এর অগ্রগতি আলোচনা।
৯। বিবিধ।
ক্রং নং | নামঃ | পদবী | স্বাক্ষর |
১ | মোঃ সাখাওয়াত হোসেন | প্যানেল চেয়ারম্যান-১ |
|
২ | মোছাঃ সাজেদা বেগম | সদস্যা |
|
৩ | মোছাঃ সাহনাজ বেগম | সদস্যা |
|
৪ | মোছাঃ রেহেনা বেগম | সদস্যা |
|
৫ | মোঃ নজমল হোসেন | সদস্য |
|
৬ | মোঃ জাহিদুল ইসলাম | সদস্য |
|
৭ | মোঃ ইসমাইল হোসেন মোল্লা | সদস্য |
|
৮ | মোঃ হাফিজার রহমান মোল্লা | সদস্য |
|
৯ | মোঃ এমদাদুল হক | সদস্য |
|
১০ | মোঃ জয়ফুল ইসলাম | সদস্য |
|
১১ | মোঃ মোফাজ্জল হোসেন | সদস্য |
|
১২ | মোঃ ছোলাইমান আলী প্রাং | সদস্য |
|
১৩ | মোঃ সেইখুল আরেফিন | পঃপঃপঃ |
|
১৪ | মোছাঃ রুজিনা আকতার | ব্র্যাক ওয়াস |
|
১৫ | মোঃ আশেকুর রহমান | সচিব |
|
১৬ | মোঃ শাহাদৎ হোসেন | saao |
|
১৭ | কৃষ্ণকমল ভৌমিক | saao |
|
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS